রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে শ্রীভূমি এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ডায়মন্ড হারবার এফসি। সেই ম্যাচের শেষে ডায়মন্ড হারবার কোচ দীপাঙ্কুর শর্মা বলে গিয়েছিলেন, “আশানুরূপ ফল করতে পারিনি। তবে পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের ভুল শুধরে ভালো ফলের আশায় থাকবো”। সেটাই করে দেখালেন শনিবার উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। শুরু থেকেই একটা আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলতে দেখা যাচ্ছিল ডায়মন্ড হারবার ফুটবলারদের তবে কিছুতেই গোল তুলে নিতে পারছিলেন না তারা যদিও ম্যাচের একদম শেষ মুহূর্তে পরিবর্তন হিসেবে মাঠে নেমেই ম্যাচের ফলাফল গড়ে দিলেন গাঙ্গতে। তার করা একমাত্র গোলেই, চলতি মরশুম কলকাতা লিগে প্রথম জয়টি পেল ডিএইচএফসি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক মেজাজে ফুটবল খেলে। প্রথম দশ মিনিটের পর, কিছুটা সক্রিয়ভাবে আক্রমণে ওঠে ডায়মন্ড হারবার ফুটবলাররা। ম্যাচের২২ মিনিটে প্রথম কর্নার পায় তারা। তবে সেই কর্নার থেকে কোন ফল তুলতে পারেনি ডায়মন্ড হারবার ফুটবলার। অপরদিকে পাল্টা আক্রমণে প্রায় গোল তুলে নিচ্ছিল উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব। তবে সেই আক্রমণ কোনভাবে রুখে দেন ডায়মন্ড হারবারের রক্ষণভাগের ফুটবলাররা। ম্যাচের ২৬ মিনিটে আরও একটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে ডায়মন্ড হারবার এফসি। বাম প্রান্ত থেকে সুপ্রিয় পন্ডিতের বাড়ানো বল থেকে গোল করতে ব্যর্থ হন রাহুল পাসওয়ান। ২৯ মিনিটে আবারও বক্সের ভেতর থেকে তার বাড়ানো বল থেকে গোল তুলে নিতে পারেননি ডিএইচএফসির ফুটবলাররা। এদিকে প্রথমার্ধের ৩০ মিনিটের পর, আক্রমনে ঝাঁজ বাড়াতে থাকেন উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের ফুটবলাররা। অপরদিকে শেষের দিকে পরপর কর্নার পেয়ে গেছিল ডায়মন্ড হারবার এফসি। কিন্তু সেখান থেকে গোল তুলে নিতে ব্যর্থ হন সুপ্রিয় পন্ডিত, রাহুল পাসওয়ানরা। ফলে ০-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি ফ্রি-কিক পেয়ে গেছিল উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব। তবে সেখান থেকে গোল তুলে নিতে ব্যর্থ হন তারা। ম্যাচের ৫০ মিনিটে একটি গোলমুখী শটও নেন তারা। তবে অল্পের জন্য সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়। অপরদিকে বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল ডায়মন্ড হারবারও। ৭০ মিনিটে আবারও কর্নার পেয়ে গেছিল ওয়ারি। ম্যাচের ৮৮ মিনিটে একটি গোলমুখী শট নেন ডায়মন্ড হারবার এফসি ফুটবলার বেঞ্জামিন লালনুনপুইয়া। এদিকে ম্যাচের সংযুক্তি সময়ের একদম শেষের দিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা গাঙ্গতে।