Connect with us

ফুটবল থেকে অবসর ঘোষণার পথে জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাটস হামেলস…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দিয়েছিলেন তিনি। জিতেছিলেন সেবারের বিশ্বকাপ খেতাবও। এছাড়াও দেশের হয়ে ৭৮টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন তিনি। শুধু তাই নয়, বরুসিয়া ডর্টমুন্ডে খেলে দু’বার বুন্দেশলিগা ও একবার ডিএফবি পোকাল খেতাবও রয়েছে তাঁর কাছে।মোট পাঁচবার বুন্দেশলিগা জয়ী জার্মানির ডিফেন্ডার ম্যাটস হামেলস এবারে ফুটবল থেকে অবসর ঘোষণার পথে। মরশুম শেষ হলেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

২০০৭ সালে পেশাদার ফুটবল জগতে আসেন ম্যাটস হামেলস। প্রথমে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার পর সেখান থেকে তিনি যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডে। তারপর ২০১৬ সালে আবারও বায়ার্ন মিউনিখে ফিরে যান হামেলস। বর্তমানে ইটালির ক্লাব এএস রোমাতে খেলছেন তিনি। চলতি বছরেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে তাঁর। তারপরেই ফুটবল থেকে অবসর নেবেন জার্মানির এই তারকা ডিফেন্ডার। সে কথা জানিয়ে নিজের সমাজমাধ্যনে হামেলস লেখেন, “১৮ বছর ধরে ফুটবল থেকে অনেক কিছু পাওয়ার পর এবার বিদায় জানানোর পালা। সব ফুটবলারের জীবনেই এই কঠিন মুহূর্তটা আসে। আমি জানি এই সফরটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই সুন্দর সফরের জন্য অনেক কিছু ছাড়তে হয়েছে। অনেক ভাল কোচ এবং সতীর্থদের সঙ্গে খেলেছি আমি। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা