রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুম আইএসএলে প্রথমবারের জন্য খেলতে নেমেছিল বাংলার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আইএসএলে এসেই, একের পর এক ব্যর্থতা এবং বিতর্কের সম্মুখীন হতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। ক্লাবের তরফ থেকে পর্যাপ্ত বেতন না মেটানোর কারণে, মরশুমের মাঝেই বেশ কিছু ফুটবলার অনুশীলন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর তাদের বেতন সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আবারও কলকাতায় ফিরিয়ে আনা হয়েছিল। তবে তারপরেই বেতন না পাওয়ার কারণে দেশে ফিরে গিয়েছিলেন মহামেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশোভ। তার অপরিবর্তে দলের দায়িত্ব সামলেছিলেন ভারতীয় কোচ মেহরাজউদ্দিন ওয়াদু। তবে সেখানেও একেবারে আশানুরূপ ফল করেনি তারা।
এদিকে মরশুম শেষ হলেও, বিতর্ক কোনরকমভাবে পিছু ছাড়েনি মহামেডানের। মরশুম শেষ হয়ে গেলেও, এখনও পর্যন্ত ফুটবলার কাসিমোভ মিরযালোলের বেতন মেটায়নি মহামেডান স্পোর্টিং। যেই কারণে এবারে ফিফার তরফ থেকে ফুটবলার রেজিস্ট্রেশন ব্যানের আওতায় পড়ছে মহামেডান। ফিফার তরফ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত বেতন না মেটানো পর্যন্ত, লাগু থাকবে এই রেজিস্ট্রেশন ব্যান। যদি পর্যাপ্ত বেতন না মেটানো হয়, সেক্ষেত্রে আসন্ন তিনটি মরশুম, দেশি এবং বিদেশি, কোনও ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবেন না সাদা-কালো ম্যানেজমেন্ট। এছাড়াও এআইএফএফকে দ্রুত এই নিয়ম লাগু করার কথা জানানো হয়েছে ফিফার তরফ থেকে।