সৌরভ মুখার্জি, জামশেদপুর: আইএসএলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগ খেলতে বুধবার সন্ধ্যে ৭ টায় জামশেদপুর পৌঁছাল মোহনবাগান দল। তবে চোটের কারণে এদিন দলের সঙ্গে জামশেদপুর আসেননি মনবীর সিং এবং আপুইয়া। বৃহস্পতিবার সেমিফাইনালে মোহনবাগান মুখোমুখি হবে খালিদ জামিলের দল জামশেদপুর এফসির বিরুদ্ধে। তার আগে বুধবার সকালেই কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দিমিত্রি, স্টুয়ার্টরা। তার পর দীর্ঘ একটা বাস যাত্রার পর সন্ধ্যেবেলায় জামশেদপুর পৌঁছে স্বাভাবিকভাবেই ফুটবলারদের মধ্যে একটা ক্লান্তি ভাব রয়েছে। কিন্তু সেই ক্লান্তিভাবকে একেবারেই বহিঃপ্রকাশ করতে চাইছেন না ফুটবলাররা। তারা সকলেই বেশ ফীল গুড পরিবেশের মধ্যেই রয়েছেন এবং তাদের সামনে যে সেমিফাইনাল ম্যাচ, সেই নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়। জামশেদপুর পৌঁছনোর পরেই চেনা ভঙ্গিতে দেখা গেল জেসন কামিন্সকে। বেশ হাসি ঠাট্টায় দলের সকলের সঙ্গেই মেতেছেন তিনি। যদিও কোচ জোসে মোলিনা এখনই সেই আবেগে ভাসতে নারাজ। বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং এফসি গোয়া।
হোটেলে পৌঁছে ডিনার টেবিলে কোচ মোলিনা থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস সকলকেই দেখা গেল টিভির পর্দায় প্রথম সেমিফাইনাল ম্যাচের দিকে নজর রাখছেন তাঁরা। ফাইনালে যদি মোহনবাগান পৌঁছায়, সেক্ষেত্রে গোয়া অথবা বেঙ্গালুরুর মধ্যে কেউ একজন হবে তাদের প্রতিপক্ষ। তাই এখন থেকেই সেই দিকে নজর রাখছেন বাগান কোচ।