Connect with us

শহরে এলেন রবসন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল ৮:৩০টা। বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন কালো রঙের জামা এবং প্যান্ট পড়া এক ভদ্রলোক। আর কেউ নন, তিনি হলেন মোহনবাগানের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। বিমানবন্দর থেকে যখন তিনি বেরিয়ে এলেন, সমর্থকদের ভিড় এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নিজেদের মাতৃসম ক্লাবে রবসনকে স্বাগত জানানোর জন্য, সকাল থেকেই সমর্থকরা ভিড় জমিয়ে অপেক্ষা করছিলেন বিপানবন্দরে। অতীতে ব্যারেটো, হাডসন লিমা, মার্কোসদের মত ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলে গিয়েছেন সবুজ-মেরুন জার্সি গায়ে। যাদের মধ্যে বাগান জনতার নয়নের মণি ছিলেন ব্যারেটো। ভালবেসে বাগান সমর্থকেরা তাঁর নাম দিয়েছিলেন “সবুজ তোতা”। সেই হোসে রামিরেস ব্যারেটোর সঙ্গে রবসন রবিনহোর ছবি দিয়ে বানানো ব্যানার নিয়েও, বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বাগান সমর্থকরা।

রবসনকে সুষ্ঠভাবে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে বিমানবন্দরের গেট ঘেরার ব্যবস্থা করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। যাতে রবসন যখন বেরিয়ে আসবেন সেই সময় সুন্দরভাবে তিনি বিমানবন্দর থেকে বেরিয়েও আসতে পারেন, এবং সমর্থকেরাও তাদের প্রিয় ফুটবলারকে দেখতে পারেন। ঠিক সেই মতোই রবসন যখন বেরিয়ে এলেন, তাঁকে পুষ্পস্তবক থেকে শুরু করে “জয় মোহনবাগান” ধ্বনি দিয়ে বরণ করে নিলেন বাগান সমর্থকেরা। এছাড়াও আসন্ন মরশুমে রবসন রবিনহোর পা থেকে গোলের পাশাপাশি, দলকে সাফল্য এনে দেওয়ার আবদারও রাখলেন বাগান সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা