রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৩ সালের আইএসএল মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে দারুন ফুটবল খেলেছিলেন গ্রীক তারকা দিমিত্রিয়স দিমানতাকোস। ১৭টি ম্যাচে ১৩টি গোল করে, আইএসএলের “গোল্ডেন বুট” জিতেছিলেন তিনি। সেই সুবাদে পরের মরশুমে বিপুল টাকা খরচ করে, ২ বছরের চুক্তিতে দিমানতাকোসকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে লাল-হলুদের জার্সি গায়ে নিজের সেরা ছন্দে ফুটবল খেলতে কখনোই দেখা যায়নি তাঁকে। তখন লাল-হলুদের কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। পরবর্তীতে দলের খারাপ পারফরম্যান্সের জন্য মরশুমের মাঝ পথেই কোচ সরে গেলেও, নতুন কোচ অস্কার ব্রুজোর অধীনেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যার ফলে সমর্থক থকে শুরু করে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, সকলেরই মোহভঙ্গ হয়েছিল দিমানতাকোসের উপর। যেই কারণে ডুরান্ড কাপ শেষেই, দিমিত্রিয়স দিমানতাকোসকে ছাড়ার বড় সিদ্ধান্ত নিলো ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছিলেন তিনি। ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিলেন তিনি। যেই কারণে সেই ম্যাচে হেরে, প্রতিযোগিতা থেকেও বিদায় নিতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। যেই কারণে শেষ পর্যন্ত দিমানতাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। দুপক্ষের সম্মতিতে সম্পর্ক ছিন্নর সিদ্ধান্ত জানানো হয়েছে। ক্লাবের তরফ জানানো হয়েছে, “দিমিত্রিয়স দিমানতাকোস এবং ইস্টবেঙ্গল উভয়পক্ষের সম্মতিক্রমে সম্পর্ক ছিন্ন করছে। ক্লাবে তাঁর অবদানের জন্য দিমিকে ধন্যবাদ জানাই”।