রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার রাতে, ক্লাব বিশ্বকাপের ম্যাচে হার ম্যানচেস্টার সিটির। সৌদির ক্লাব আল হিলালের কাছে ৩-৪ ব্যবধানে হেরে, ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পেপ গার্দিওলার দল। অপরদিকে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনিজের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইন্টার মিলানও।
আল হিলালের থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে এদিনের ম্যাচে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯ মিনিটে প্রথম গোল করে এগিয়েও যায় তারা। গোলটি এসেছে বার্নার্ডো সিলভার পা থেকে। তবে প্রথমার্ধের একদম শেষে, মার্কোস লিওনার্দোর গোলে সমতায় ফেরে আল হিলাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আল হিলাল। ৫২ মিনিটে গোলটি করেন ম্যালকম। যার ফলে ১-২ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। কিন্তু তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ৫৫ মিনিটেই সিটিকে সমতায় ফেরান আর্লিং হালান্ড। তারপর আর গোল করতে পারেনি দুই দলই। যার ফলে ম্যাচ গোড়ায় এক্সট্রা টাইমে। এদিকে ৯৮ মিনিটে কুলিবালির গোলে আবারও এগিয়ে যায় আল হিলাল। গোলটি হজম করার পরেই, পরিবর্ত ফুটবলার হিসেবে পেপ গার্দিওলা মাঠে নামান ফিল ফোডেনকে। মাঠে নেবেই ১০৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরার তিনি। এদিকে ম্যাচের ১১২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন সেই মার্কোস লিওনার্দো। যার ফলে ৪-৩ গোলে জিতে, ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌঁছয় আল হিলাল।