রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সামনেই শুরু হতে চলেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারী পর্যায়ের ম্যাচ। যেখানে ভারতবর্ষ থেকে একমাত্র দল হিসেবে এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে চলেছে ইস্টবেঙ্গলের মহিলা দল। যেটা নিঃসন্দেহে ভারতীয় ফুটবল তথা ইস্টবেঙ্গলের জন্য একটা সম্মানের বিষয়। এর আগে পুরুষদের ক্ষেত্রে এএফসি চ্যালেঞ্জ লিগে আশানুরূপ ফল করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ফলে মহিলা দলের কাছে এটা একটা চ্যালেঞ্জ সমর্থকদের জন্য কিছু একটা করে দেখানোর। এবারে সেই মতোই মঙ্গলবার হয়েছে প্রিলিমিনারি পর্যায়ের পটের বিভাজন। যেখানে পট ১-এ জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। এছাড়াও পট ১-এ রয়েছে কাওহসিয়াং অ্যাটাকার্স এফসি, স্ট্যালিন লাগুনা এফসি এবং কলেজ অফ এশিয়ান স্কলার্স দল। আগামী ৩ জুলাই, আয়োজিত হবে ড্র।
পট ২-এ রয়েছে নাএগোহ্যাং ওমেন্স এফসি, এতিহাদ ক্লাব, কিটচী এসসি।
পট ৩-এ আছে এপিএফ এফসি, স্ট্রিকার্স এফসি, লায়ন সিটি সেইলর্স এফসি।
পট ৪-এ রয়েছে খোভিডি ওয়েস্টার্ন এফসি, আল নাসের ক্লাব, এস ডি ওয়াইইউএসএইচওআর এসএল, আরটিসি এফসি।