Connect with us

ISL 2024/25: মুম্বইয়ের ঘরের মাঠে এখনও জয় অধরা সবুজ-মেরুন ব্রিগেডের…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মুম্বইয়ের ঘরের মাঠে গিয়ে মুম্বইকে হারানো যেন এক প্রকার অসম্ভব কাজ হয়ে উঠেছে মোহনবাগানের জন্য। শনিবারও ঘটলো সেই একই ঘটনা। মুম্বই ফুটবল এরিনায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও, শেষে ২-২ গোলে ম্যাচ ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। এদিকে ম্যাচের ৩৫ মিনিট মুম্বইকে দশ জনে পেয়েও পুরো তিন পয়েন্ট তুলে আনতে ব্যর্থ হল বাগান ফুটবলাররা। কিন্তু এই ড্রয়ের জন্য মোহনবাগানের বিশেষ অসুবিধে না হলেও মুম্বইয়ের ড্রয়ের জন্য চাপে পড়ল ইস্টবেঙ্গল।

মুম্বই ফুটবল এরিনায় প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দুই দল। আক্রমণের ধার বেশি থাকায় কিছুটা হলেও এগিয়ে ছিল মোহনবাগান। ম্যাচের ৩২ মিনিটে ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ঠিক তার ৯ মিনিট পরেই লিস্টন কোলাসোর বাড়ানো বল থেকে গোল করে যান দিমিত্রি পেত্রাতোস। যার ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে সাজঘরে ফেরে সবুজ-মেরুন ব্রিগেড।

কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে জাকিয়ে বসেন মুম্বই ফুটবলাররা। মুহুর্মুহু আক্রমণে উঠে আসায় চাপে পড়ে মোহনবাগান রক্ষণভাগ। সেই চাপ বজায় রেখেই ম্যাচের ৫৭ মিনিটে কর্নার গোল করে ব্যবধান কমান জন টোরাল। তবে ঠিক তার পরের মুহূর্তেই লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান মুম্বই দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার বিক্রম প্রতাপ সিং। তবে একজন কম হলেও ম্যাচে লড়াই বজায় রাখেন মুম্বই ফুটবলাররা। ম্যাচের ৮৯ মিনিটে সেটপিস থেকে গোল করে দলকে সমতায় ফেরান নাথান রড্রিগেজ। যার ফলে ২-২ গোলে ম্যাচ ড্র করে দুই দল। এদিকে এই ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মুম্বই। ফলে শেষ ম্যাচের এক পয়েন্ট তুলতে পারলেই প্লেঅফ নিশ্চিত করবে পিটার ক্রাটকির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা