রে স্পোর্টজ ওয়েবডেক্স : এ লজ্জা কোথায় রাখি! আর বা কী বলা যেতে পারে! মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে এই মুহূর্তে ইন্দোরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই ক্রিকেট দলের দুই ক্রিকেটার বৃহস্পতিবার নিজেদের হোটেল থেকে একটি ক্যাফেতে হেঁটে যাচ্ছিলেন। আর তখনই তাঁদের শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ। তৎক্ষণাৎ তাঁরা বিষয়টি তাদের দলের সিকিউরিটি অফিসারকে জানান। অস্ট্রেলিয়া মহিলা দলের সিকিউরিটি অফিসার ড্যানি সিমোনস তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যান। পরবর্তীতে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্থানীয় পুলিশ আকিল খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রথমে তিনি বাইকে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারকে ফলো করেন। তারপর, তাঁদের শরীর স্পর্শ করেন বলেই অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোর পুলিশ। তবে এই ঘটনা যে, বিশ্ব ক্রিকেট মহলে ভারতের মুখ পুড়ালো তা বলাই বাহুল্য।
