Connect with us

কোচ হতে আগ্রহী সৌরভ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোচ গৌতম গম্ভীর এবং নবাগত অধিনায়ক শুভমন গিলের তত্ত্বাবধানে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল। এরই মধ্যে গৌতম গম্ভীরের কোচিং প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গম্ভীর জমানার শুরুতে ভারতীয় দলের পারফরম্যান্স সুখকর ছিল না। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে হারের পর গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছিল। এই প্রসঙ্গে সৌরভ বলেন, “গম্ভীর খুব ভালো কোচ। শুরুটা ভালো হয়নি, তবে ও দলের জন্য চেষ্টা করছে। ইংল্যান্ড সফর গম্ভীরের কাছে অগ্নিপরীক্ষা।”অন্যদিকে, এক সময় ভারতীয় দলের কোচ হিসাবে সৌরভ গাঙ্গুলীর নাম শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গে সৌরভ বলেন, “একটা সময় অনেক দায়িত্ব সামলেছি। সিএবি প্রেসিডেন্ট বা বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন এইসব ভাবার সময় পাইনি। এখন সুযোগ রয়েছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা