রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় গুরুতরভাবে আহত হয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটার শ্রেয়স আইয়ার। ঘটনাটি ঘটে ২৫ অক্টোবর, সিডনিতে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন। ফিল্ডিংয়ের সময় বলের আঘাতে তাঁর বাম পাঁজরের নিচের অংশে চোট লাগে।
তৎক্ষণাৎ তাঁকে সিডনির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য। সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানান, শ্রেয়সের প্লীহায় (spleen) ক্ষত সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সেরে উঠছেন।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রেয়সের শারীরিক অবস্থা নিয়ে ভারতের ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ চলছে। দলের চিকিৎসক সিডনিতেই রয়েছেন, শ্রেয়সের দিন-প্রতি শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করার জন্য।
বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, “শ্রেয়স আইয়ার বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল, আমরা আশা করছি দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।”
উল্লেখযোগ্যভাবে, এই আঘাতের কারণে শ্রেয়সের অস্ট্রেলিয়া সফরের বাকি অংশ এবং পরবর্তী সিরিজে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, তাঁর সেরে ওঠার প্রক্রিয়া ইতিবাচক এবং চিকিৎসকরা আশাবাদী।
