Connect with us

১৪ বছরের বৈভবের ব্যাটে দোহায় ঝড়—৪২ বলে ১৪৪!

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে উঠতি প্রতিভাদের প্রতিযোগিতায় আবারও ব্যাট হাতে বিস্ফোরণ ঘটাল ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সী এই আগুনে ব্যাটসম্যান এশিয়া কাপ রাইজিং স্টারস টি-২০ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৪২ বলে ১৪৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন।
মাত্র ৩২ বলেই শতরানে পৌঁছে বৈভব গড়ে ফেলেন পুরুষদের টি-২০ ক্রিকেটে যৌথভাবে পঞ্চম দ্রুততম শতরানের নজির। তাঁর দ্বিতীয় টি-২০ শতরানের এই ইনিংসে ছিল ১১টি চার ও ১৫টি ছয়, যা ভারত ‘এ’ দলকে পৌঁছে দেয় বিশাল স্কোরে— ২০ ওভারে ২৯৭/৪
জবাবে আমিরশাহি থামল ১৪৯ রানে; ফলে ১৪৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত ‘এ’।
চলতি বছর আইপিএলে বৈভবের উত্থান শুরু হয় যখন রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি হয়ে ওঠেন পুরুষদের টি-২০ ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান
এরপর জুলাইয়ে যুব ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৫২ বলে শতরান করে আরেকটি বিশ্বরেকর্ড গড়েন—যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি
দোহায় তাঁর সাম্প্রতিক বিধ্বংসী ইনিংস আবারও দেখিয়ে দিল—ভারতীয় ক্রিকেটে নতুন এক ব্যাটিং বিস্ময় উঠে আসছে, যার নাম বৈভব সূর্যবংশী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা