রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই আইপিএলের উদ্বোধন। কিন্তু এদিন সকাল থেকেই শহর জুড়ে আকাশের মুখ ভার, সঙ্গে বৃষ্টি। গোটা মাঠ মুড়ে ফেলা হয়েছে কভারে। ১৮ বছর আইপিএলের ইতিহাসে কখনও ভেস্তে যায়নি উদ্বোধনী ম্যাচ। এবার কী তাই হতে চলেছে?
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী কমপক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। সেক্ষেত্রে সর্বশেষ রাত ১০:৫৬ মিনিটে ম্যাচ শুরু করতে পারলে, তবেই পুরো ম্যাচ করা সম্ভব। অর্থাৎ নিয়ম অনুযায়ী রাত ১২:০৬ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। সেটাও যদি সম্ভব নয় তাহলে দুই দল এক পয়েন্ট করে পাবে। শনিবার বিকালে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভবনা রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ আয়োজন সম্ভব হয় কিনা।