রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে বাকি আর মাত্র ২ দিন। তবে প্রতিযোগিতা শুরুর আগেই আরও বিতর্ক বাড়িয়ে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজগ দেশ পাকিস্তান। পাকিস্তানের মাত্র তিনটি স্টেডিয়ামে অর্থাৎ লাহোর, করাচি ও রাওয়ালপিণ্ডিতে হবে এই প্রতিযোগিতা। কিন্তু লাহোর ও করাচির স্টেডিয়ামে নেই ভারতের পতাকা। আইসিসি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যেই যেই মাঠে খেলা হবে, সেখানে আইসিসির পতাকার পাশাপাশিই অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকবে মাঠে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে ৮টি দেশ। ফলে পাকিস্তানের সেই তিনটি মাঠেই আটটি দেশের পতাকা থাকার কথা। তবে সেখানে ভারতের পতাকা না থাকায় বাড়ছে উত্তাপ।
বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে লাহোর ও করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা বাদে সকল দেশের পতাকা রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সমর্থকদের অভিযোগ যে ইচ্ছেকৃত পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনা ঘটিয়েছে। পাকিস্তানের সম্মানহানি করার জন্য ইচ্ছাকৃত এই ঘটনা ঘটানো হয়েছে বলেই পাল্টা দাবি করেছে পাকিস্তান সমর্থকেরাও। কিন্তু সেখানে ভারতের পতাকা কেনো নেই সেই বিষয়ে কিছু জানানো হয়নি পিসিবি এবং আইসিসির তরফে। এদিকে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারত তাদের ম্যাচ খেলবে দুবাইয়ে। বাকি সাতটি দেশ খেলবে পাকিস্তানেই। হয়তো সেই কারণের জন্যও ভারতের পতাকা লাগানো হয়নি পাকিস্তানের স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব পাকিস্তান পাওয়ার পর থেকেই ভারত সেখানে দ্বিমত পোষণ করেছিল। ভারত প্রথমে দাবি করেছিল, পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরিয়ে দেওয়ার জন্য। তবে সেই দাবি না মানায়, পরে আইসিসি পিসিবিকে জানায়, হাইব্রিড মডেল ছাড়া কোনও উপায় নেই। ফলে বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও আইসিসিকে পাল্টা শর্ত দিয়ে জানায়, হাইব্রিড মডেল মানতে তাদের কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও নিরপেক্ষ দেশে খেলবে। এবারে সেই দাবিও মেনেছে আইসিসি। ২০২৭ সাল পর্যন্ত ভারত বা পাকিস্তানে যা যা আইসিসি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেখানে এই দুই দেশ নিরপেক্ষ দেশে খেলবে। পরের বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও ২০২৮ সালে পাকিস্তানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। ফলে এই প্রতিযোগিতাগুলিতে হাইব্রিড মডেলের নিয়ম মানা হবে বলেই জানিয়েছে আইসিসি।