রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন ইংল্যান্ড সফরে জসপ্রীত বুমরাহকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ড সফরে দলের নেতৃত্বের ভার থাকবে রোহিত শর্মার উপরেই থাকবে। কিন্তু সহ-অধিনায়ক হিসাবেও বুমরাহর নাম ভাবা হচ্ছে না।
দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ। তাই তাঁর শরীরের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। সদ্য চোট সারিয়ে দলে ফেরা ভারতীয় পেসার পাঁচটি টেস্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই রোহিতের ডেপুটি হিসাবে নতুন কোনও নাম ভাবা হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠে চোট পান বুমরাহ। এখন সুস্থ হয়ে মাঠে ফিরে আসাটাই বড় চ্যালেঞ্জ তাঁর কাছে।