রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন আইপিএলের মিনি নিলামের আগেই কোচ বদল করল রাজস্থান রয়্যালস। ২০২৪ সালের আইপিএলের পর কুমার সাঙ্গাকারাকে সরিয়ে রাজস্থান রয়্যালসের কোচ করা হয়েছিল রাহুল দ্রাবিড়কে। কিন্তু তাঁর কোচিং-এ প্লে অফে উঠতে পারেনি রাজস্থান। তাই পুনরায় কুমার সাঙ্গাকারাকেই দলের হেড কোচ পদে বহাল করা হল। এর আগে ২০২১-২০২৪ সাল পর্যন্ত সঙ্গকারাই ছিলেন রাজস্থানের কোচ।
কোচ হিসাবে ২০২২ ও ২০২৪ সালে রাজস্থান রয়্যালসকে প্লে-অফে তুলেছিলেন সঙ্গকারা। এর মধ্যে একবার ফাইনালও খেলেছে রাজস্থান। যদিও আইপিএলের প্রথম মরশুমের পর খেতাব এখনও জিততে পারেনি তারা। এবার কোচ বদল করে নতুন লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজস্থান রয়্যালস।
