রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী মাসেই শুরু হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। আর তার আগে দল গঠন নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে এই মুহূর্তে সবারই নজর দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এর দিকে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেএল রাহুল।
অনেকদিন ধরেই কেএল রাহুলকে দলে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে কেকেআর। শোনা যাচ্ছে, দিল্লির সঙ্গে একাধিক বার বৈঠক হয়েছে কলকাতার টিম ম্যানেজমেন্টের। কিন্তু ফলাফল এখনও শূন্য বললেই চলে। মূলত রাহুলকে দলে নিতে চেয়ে দিল্লির কাছে আবেদন জানালে দিল্লি পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ একটি শর্ত। রাহুলকে দিল্লি তখনই ছাড়তে রাজি হবে যখন তার সমগোত্রীয় কাউকে কলকাতা বিনিময়ে সম্মত হবে। এক্ষেত্রে কলকাতাকে তিনটি নাম দিয়েছিল দিল্লি। প্রথমত সুনীল নারেইনের পরিবর্তে রাহুলকে ছাড়ার কথা জানায় দিল্লি। দ্বিতীয় নাম হিসেবে উঠে এসেছিল দুই ক্রিকেটার অঙ্গকৃষ্ণ রঘুবংশী এবং রিঙ্কু সিং এর নাম। এছাড়াও শোনা গেছিল রঘুবংশীর সাথে হর্সিত রানার প্রতিও বিশেষ আগ্রহ দেখিয়েছে দিল্লি। কিন্তু এই কোন নামেই স্বচ্ছন্দ বোধ করেনি কলকাতা টিম ম্যানেজমেন্ট। কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে হর্সিত রানা এবং রিঙ্কু সিং তাদের ঘরের প্লেয়ার এবং দুজনের সঙ্গেই ভবিষ্যতে আরও অনেক বছর নিজেদের এগিয়ে নিয়ে যেতে চায় কলকাতা টিম। অন্যদিকে অভিষেক নায়ার কোচ হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তার সাথে তার প্রাক্তনী রঘুবংশীর পুনরায় যোগাযোগ হয়। ফলে এই জুটিকেও হাতছাড়া করতে রাজি নয় কেকেআর।
অন্যদিকে সঞ্জু স্যামসানকে পাকাপাকিভাবেই দলে নিতে চলেছে দিল্লি। কিন্তু সেক্ষেত্রে রাহুল এবং সঞ্জুকে ঠিক কোথায় ব্যাটিং করানো হবে সেই বিষয়ে আরেকটু ভাবতে হবে দিল্লির ম্যানেজমেন্টকে। আবার গত মরসুমের অধিনায়ক অজিঙ্ক রাহানের পরিবর্তে দলের অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে সেই বিষয়েও চিন্তার ভাঁজ পড়েছে কলকাতার কপালে। মূলত অধিনায়কের শূন্যস্থান পূরণ করার জন্যই রাহুলকে দলে নিতে মরিয়া কেকেআর। তবে এখনো পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনরকম ইতিবাচক উত্তর না আসায় বেশ কিছুটা ধন্দে নাইট শিবির।
