রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী মাসে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড পাড়ি দেবে ভারতীয় দল। তার আগে একের পর এক সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির। ইতিমধ্যেই, লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তার উপর সম্প্রতি ভারতীয় বোর্ডকে এক বড় দুঃসংবাদ দিলেন জশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। কিন্তু শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। সেই কথা মাথায় রেখেই বুমরাহ বোর্ডকে জানিয়েছেন, আসন্ন ইংল্যান্ড সফরে তিনি তিনটির বেশি টেস্ট খেলবেন না। চোট সারিয়ে মাঠে ফেরার পর, নিজের শারীরিক অবস্থার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় পেসার।