রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একদিকে যেরকম নজর কেড়েছেন অধিনায়ক শুভমন গিল, ঠিক সেরকমই বেশ অনেকদিন পর ব্যাট হাতে চেনা ছন্দে দেখা গেছে রবীন্দ্র জাদেজাকেও। প্রথম ইনিংসে ভারতের স্কোরে তিনি যোগ করেছেন মোট ৮৯ রান। কিন্তু তারপরেও বিসিসিআইয়ের চোখে বড় ভুল রয়েছে জাদেজার।
সূত্রের খবর এগবাস্টন স্টেডিয়ামে একা গিয়েছিলেন জাদেজা। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এর নিয়ম অনুযায়ী ম্যাচ এবং প্র্যাকটিসের ক্ষেত্রে যে কোন ক্রিকেটারকেই টিম বাসে করে গোটা দলের সাথে স্টেডিয়ামে পৌঁছতে হবে এবং স্টেডিয়াম থেকে ফিরতে হবে। মূলত দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্যেই এরকম সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতের অস্ট্রেলিয়া সফরের পর থেকে চালু হওয়া এই নতুন নিয়ম অমান্য করেছেন জাদেজা। তবে জানা গেছে স্টেডিয়ামে পৌঁছে কিছুটা বেশি সময় ব্যাটিং প্র্যাকটিস করতে চেয়েছিলেন ভারতের এই ক্রিকেটার। আর তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি তাকে।
একটি সাক্ষাৎকারে জাদেজা বলেন, “আমার মনে হয়েছিল আমি যদি গোটা দলের থেকে একটু বেশি সময় হাতে নিয়ে স্টেডিয়ামে পৌঁছতে পারি তাহলে আরো কিছুটা সময় ব্যাটিংয়ে দিতে পারব। আসলে আমি চেয়েছিলাম নতুন বলে বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করতে। ইংল্যান্ডের ক্রিজে টিকে থাকা একটা চ্যালেঞ্জ। কারণ এখানে কোন নিশ্চয়তা নেই। যখনই মনে হবে যে একটু থিতু হয়েছি সাথে সাথে একটা সুইংয়ের কারণেই আউট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই আমি পুরো পরিস্থিতিটা বোঝার জন্যই স্টেডিয়ামে একা পৌঁছেছিলাম। তবে টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত আমি ব্যাটিং করতে পেরে সন্তুষ্ট। আমার পর ওয়াশিংটনও গিলকে যোগ্য সঙ্গত দিয়েছে।”