রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চার ম্যাচে তিনটিতে জয়, একটি পরাজয়। আইপিএলের পয়েন্ট তালিকায় দু’নম্বরে রয়েছে গুজরাত টাইটানস। রবিবার রাতে নিজামের শহরে হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক গুজরাতের। আর সেই ম্যাচে দুরন্ত পারফর্ম করলেন মহম্মদ সিরাজ। একাই চারটি উইকেট নিলেন তিনি। সেই সঙ্গে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন তিনি।
সম্প্রতি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ায় ধাক্কা খেয়েছিলেন মহম্মদ সিরাজ। কয়েক মাস আগেও ভারতের হয়ে তিন ফরম্যাটে নিয়মিত ছিলেন তিনি। দলকে প্রয়োজনীয় ভরসাও দিচ্ছিলেন সিরাজ। দল থেকে বাদ পড়ে প্রাথমিকভাবে নিজের উপরেই সন্দেহ তৈরি হয়েছিল সিরাজের। তবে এবার সব ব্যর্থতা ভুলে আইপিএলকেই নিজের হাতিয়ার করতে চলেছেন তিনি।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সিরাজ বলেন, “একটা সময় এমন এসেছিল যখন আমি দল থেকে বাদ পড়ার বিষয়টি হজম করতে পারছিলাম না। কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। নিজে সর্বদা পরিশ্রম করে গিয়েছি, ফিটনেস নিয়ে নিরন্তর কাজ করেছি।” এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন সিরাজ। যে দল তাঁকে ধরে রাখেনি তাদের জবাব দিয়েছিলেন তিনি।