রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও, ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন হিটম্যান। আগামী ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। বাকি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচও। এবারের আইপিএলে ব্যাট হাতে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি রোহিত শর্মা।
টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও, এখনও পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলবেন হিটম্যান। তাই আইপিএলের মত জনপ্রিয় টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করা জরুরি। এই মুহুর্তে লিগ টেবিলের ৪ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাই বাকি ম্যাচে নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়েই আইপিএলের পরের অংশের জন্য অনুশীলন করলেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের অধিনায়ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেনা মেজাজেই দেখা গিয়েছে রোহিতকে।