রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জল্পনা ছিলই, অপেক্ষা ছিল সরকারি ঘোষণার। প্রথমে জানা গিয়েছিল ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যেতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী আপাতত আইপিএলের উপর এক সপ্তাহের স্থগিতাদেশ। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এই অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবেই আইপিএল বন্ধ করার কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, “নিরাপত্তা জনিত কারণে আপাতত এক সপ্তাহ বন্ধ থাকবে আইপিএল। পরিবর্তিত সময়সূচী পরে ঘোষণা করা হবে।” পাশাপাশি, ভারতীয় সেনাবাহিনীর এই কর্মকাণ্ডকে সম্মান জানিয়েছেন তিনি।