রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলে বারবার বিতর্কের মধ্যে জড়িয়েছেন লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠী। এবারের আইপিএলেই প্রথম বার খেলছেন দিগ্বেশ। ব্যাটারকে আউট করে নোটবুকে নাম লিখে সেলিব্রেশন করেন তিনি। এর আগেও অনেকবার সতর্ক করা হয়েছিল তাঁকে। বেশ কয়েকবার জরিমানাও দিতে হয়েছে তাঁকে। কিন্তু তাতেও থামেননি দিগ্বেশ। সোমবার রাতে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অভিষেক শর্মাকে আউট করে ফের ‘নোটবুক সেলিব্রেশন’ করেন তিনি। তার জন্যই এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে।