রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল শুরুর আগেই একাধিক নিয়মে পরিবর্তন করা হয়েছে। এবার আরও এক বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল আইপিএল কতৃপক্ষ। এতদিন মন্থর ওভার রেটের কারণে নির্বাসিত হতে হত সংশ্লিষ্ট দলের অধিনায়ককে। কিন্তু এবার আর নির্বাসন নয়। এখন থেকে মন্থর ওভার রেটের কারণে সেই দলের অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট পেলে তবেই নির্বাসিত হতে হবে। তবে সেই ডিমেরিট পয়েন্টের সংখ্যা কত তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, লেভেল ১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সেই সঙ্গে পেতে হবে ডিমেরিট পয়েন্ট। তিন বছরের জন্য ওই ডিমেরিট পয়েন্ট থাকবে। অর্থাৎ, প্রথম বার ডিমেরিট পয়েন্ট পাওয়ার তিন বছরের মধ্যে আবার ডিমেরিট পয়েন্ট পেলে তা যোগ হবে। লেভেল ২ অপরাধ করলে ৪ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোনও ক্রিকেটার। এই নিয়ম পরিবর্তনে অনেকটাই স্বস্তি পেলেন দশ দলের অধিনায়করা।