রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর, প্লে অফের ভাগ্য কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয়ের পর ইডেন গার্ডেন্সে চেন্নাইয়েত বিরুদ্ধে মাঠে নেমেছিল অজিঙ্কা রাহানের দল। কিন্তু এদিন ২ উইকেটে জয় পায় সিএসকে। ম্যাচ হেরে বোলারদের কাঁধে বন্দুক রাখলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বৈভবের একটা ওভার পার্থক্য গড়ে দিয়েছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কিন্তু আমাদের লড়াইটা কঠিন হয়ে গেল।”
অন্যদিকে, তিনি আরও যোগ করেন, “আমার মনে হয় আমরা ১০-১৫ রান কম করেছি। এই হারের ধাক্কা সামলানো কঠিন। তবে পরের ম্যাচ দুটো জিততেই হবে।” বুধবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন বাদে কেউই ভালো বল করতে পারেননি। এই প্রসঙ্গে রাহানে বলেন, “কাউকে দোষারোপ করতে চাই না। সকলেই ভালো খেলেছে, জয়ের জন্য চেষ্টা করেছে।”