রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৭ ডিসেম্বর থেকে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল তারা। চোটের কারণে অ্যাসেজ সিরিজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার জশ হ্যাজলউড। তবে হতাশার মাঝে কিঞ্চিৎ সুখবরও রয়েছে। চোট সারিয়ে দলে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। সেই সঙ্গে দলে ফেরার সম্ভবনা রয়েছে ওপেনার উসমান খাওয়াজারও। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ জনের স্কোয়াডে নতুন সংযোজন প্যাট কামিন্স।
