রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে দুরন্ত জয় পেয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের বিরুদ্ধে জয়ের পর মাঠেই নিরব প্রতিবাদ করলেন সূর্যকুমার যাদব সহ গোটা ভারতীয় দল। কিছুদিন আগেই পহেলগাঁও জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছিল। তার প্রভাব পড়েছিল ক্রিকেটের ময়দানেও। দীর্ঘদিন পর বাইশ গজের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি, ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত ব্যাক্তিদের পরিবারের পাশে আমরা রয়েছি। এই জয় দেশের সকল সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই।”