রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। ইতিমধ্যেই জানা গিয়েছে জশপ্রীত বুমরাহর পরিবর্তে নতুন সহ-অধিনায়ক খোঁজার কাজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে, সম্প্রতি নিজের খারাপ ফর্ম নিয়ে বেশ চিন্তিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজের খারাপ ফর্মের জন্য ইংল্যান্ড সফর থেকেও সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। যদিও সেই আবেদন মঞ্জুর করেনি বিসিসিআই। তবে রোহিত যে অধিনায়কত্বের দায়িত্ব ঝরে ফেলতে চাইছেন, তা অনেকাংশে নিশ্চিত। তাই আসন্ন ইংল্যান্ড সফর থেকেই রোহিতের উত্তরসূরী খোঁজার কাজ শুরু করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, শুভমন গিল পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন। নাম রয়েছে ঋষভ পন্থেরও।