রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক যুদ্ধ থামলেও, ক্রিকেটের যুদ্ধ চলছেই। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে ভারত। কারণ হিসেবে জানা যাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। আর সেই কারণেই নিজেদের দেশে আয়োজিত হতে চলা এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে চলেছে ভারত। সরকারিভাবে ঘোষণা না হলেও, এবারের এশিয়া কাপে ভারতের খেলার সম্ভবনা খুবই কম।