রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী অগাস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এই সফর বাতিল করা হতে পারে। অগাস্ট মাসের এই সফরে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের রাজনৈতিক পরিবেশ অশান্ত। আর সেই কারণেই বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ভারত সরকার। আপাতত বাংলাদেশ সফরও বাতিল হওয়ার পথে। একটি সূত্র মারফত দাবি করা হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের বাংলাদেশে সফর করতে যাওয়ার কোনও সম্ভবনাই নেই।” তবে এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।