রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত আটটায় মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’-এর ষষ্ঠ ম্যাচকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা।
প্রথম ম্যাচে ভারত সহজেই সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শুরুটা করেছে দুর্দান্তভাবে। অপরদিকে পাকিস্তানও প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে। ফলে আজকের ম্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা নিয়ে কোনও সংশয় নেই।
দুবাইয়ের উইকেট সাধারণত ধীরগতির এবং স্পিন-বান্ধব। ফলে ভারতীয় দল আজ তিন স্পিনার নিয়ে নামতে পারে – কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা বড় ভূমিকা নিতে পারেন। ব্যাটিংয়ে নজর থাকবে সূর্যকুমার যাদব ও অভিষেক শর্মার ওপর।
পাকিস্তানের শক্তি তাদের দ্রুত বোলিং আক্রমণ, তবে দুবাইয়ের ধীর পিচে তাদের স্পিনাররাই আজ বড় ফ্যাক্টর হতে পারে। ব্যাটিংয়ে নজর থাকবে মোহাম্মদ হারিসের ওপর, যিনি প্রথম ম্যাচেই দারুণ ছন্দে ছিলেন।
টি-টোয়েন্টি ইতিহাসে ভারত-পাকিস্তান দ্বৈরথে ভারত এগিয়ে থাকলেও, দুবাইয়ে চাপের ম্যাচে যে কোনও কিছু ঘটতে পারে। প্রথম ইনিংসে ১৬০-১৮০ রান তুলতে পারলে তা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টস জিতে যে দল আগে ব্যাট করবে, তাদেরই কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি।
আজকের ম্যাচ শুধু পয়েন্ট টেবিল নয়, মর্যাদার লড়াইও। তাই ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর সন্ধ্যা অপেক্ষা করছে।