রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী মাসে ভারতীয় সিনিয়র দলের পাশাপাশি ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলও। একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব এক দিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলবে ভারত। বৃহস্পতিবার ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হল। সদ্য আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক নির্বাচিত হয়েছেন আয়ুষ মাত্রে।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্রা, মৌল্যরাজসিংহ চাবদা, হরবংশ সিংহ, আর এস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, হেনিল পটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা এবং অনমোলজিৎ সিংহ।