রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফর। ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। রোহিত, বিরাটের অবসরের পর লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। প্রত্যাশামতোই অধিনায়কের দায়িত্ব বর্তাল শুভমান গিলের উপর। সহ-অধিনায়ক ঋষভ পন্থ। তবে মহম্মদ শামিকে ছাড়াই ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া।
আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় টেস্ট দল
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব