রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারের ভ্রুকুটি থেকে রক্ষা পেল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল সূর্যকুমার যাদবের দলকে। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। চতুর্থ ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রইল। বৃহস্পতিবার গোল্ডকোস্টের পিপল ফাস্ট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। এই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন শুভমন গিল, অভিষেক শর্মারা। অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রইল ভারত।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন ভারতের দুই ওপেনার। যদিও বড় রান করতে পারেননি অভিষেক শর্মা (২৮)। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শুভমন গিল (৪৬)। শিবম দুবে (২২) এবং সূর্যকুমার যাদব (২০) ভারতকে মাঝের সারিতে ভরসা দেয়। ২১ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। তবে দুই ওপেনার মিচেল মার্শ (৩০) এবং ম্যাথিউ শর্ট (২৫) আউট হওয়ার পর চাপে পড়ে যায় তারা। একের পর এক উইকেট তুলে নিয়ে ভারতকে খেলায় ফেরান শিবম দুবে, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর। শেষ পর্যন্ত ১৮.২ ওভারেই মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। বড় ব্যবধানে জয় পায় ভারত। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর৷ দুটি করে উইকেট পেয়েছেন শিবম দুবে এবং অক্ষর প্যাটেল৷ একটি করে উইকেট অর্শদীপ, বুমরাহ এবং বরুণ চক্রবর্তীর ঝুলিতে।
