রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই নিজের পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন গৌতম গম্ভীর। আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরের বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ। নিজের কোচিং কেরিয়ারে প্রথম আইসিসি ট্রফি জেতার পরেই পরবর্তী পরিকল্পনা শুরু করে দিলেন গম্ভীর।
আগামী তিন মাস ভারতের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। তার আগে এই ফাঁকা সময়টা নষ্ট করতে চাইছেন না গম্ভীর। ইংল্যান্ড সফরের আগে ২০ জুন থেকে ইংল্যান্ডে সিরিজ ভারত ‘এ’ দল। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে ‘এ’ দলের কোনও নির্দিষ্ট কোচ নেই। ফলে জাতীয় ক্রিকেট একাডেমীর দায়িত্বে থাকা ভিভিএস লক্ষ্মণকেই কোচ হিসাবে দলের সঙ্গে পাঠানো হয়। এবার ভারতের ‘এ’ দলকে গুরুত্ব দিতে চাইছেন গম্ভীর।
জুলাই মাসে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন গম্ভীর। যদিও দলের সঙ্গে কোচ হিসাবে যাওয়ার কথা রয়েছে লক্ষ্মণের। ফলে ভারতীয় ‘এ’ দলের ক্রিকেটারদের একবার দেখে নেওয়ার জন্যই দলের সঙ্গে যাবেন তিনি। ইতিমধ্যেই বোর্ডকে সেকথা জানিয়েও দিয়েছেন গম্ভীর। টেস্ট, টি-টোয়েন্টি এবং ওডিআইয়ের জন্য আলাদা আলাদা দল গড়ার লক্ষ্যে রয়েছেন গৌতম গম্ভীর।