রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করছে ভারতীয় দল। রবিবার বিকেলে কলকাতায় পা রেখেই, সোমবার ইডেনে পিচ দেখতে চলে গিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এবার মঙ্গলবার বিকালে দলের জন্য শুভকামনায় কালিঘাট মন্দিরে পুজো দিলেন তিনি। এই দৃশ্য এর আগেও বহুবার দেখা গিয়েছে। আইপিএল হোক বা জাতীয় দল, কলকাতায় এলেই কালীঘাট মন্দির দর্শন করতে ভুল করেন না তিনি।
চলতি বছরের জানুয়ারি মাসেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেকেআরের দায়িত্বে থাকাকালীন বহুবার কালীঘাট মন্দির দর্শন করেছেন গম্ভীর। এছাড়াও ছুটির সময়ে দেশের বিভিন্ন প্রান্তে মন্দির দর্শন করতে দেখা যায় তাকে। মঙ্গলবার বিকেলে হঠাৎই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলেন গৌতম গম্ভীর।
