রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফেব্রুয়ারি মাসেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারত। বিশ্বকাপের আগে ভারতের সামনে একরকম চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মঞ্চ হতে চলেছে এই নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু সেই সিরিজের আগে বিদেশে ছুটি কাটাতে দেখা গেল ভারতের হেড কোচ গৌতম গম্ভীরকে।
গম্ভীর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে লন্ডনে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন ভারতের কোচ। একটি শপিংমলে ঘুরতেও দেখা গেছে তাদের। প্রসঙ্গত আগামী ১১ই জানুয়ারি থেকে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আগামী ২১ শে জানুয়ারি দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। টি-টোয়েন্টি দল ইতিমধ্যে ঘোষনা করেছে বিসিসিআই। কিন্তু এখনো পর্যন্ত একদিনের সিরিজের দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। অনুমান করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই হয়তো সেই ঘোষণাও সামনে আসতে পারে। আর তার আগেই হয়তো দেশের ফিরবেন গম্ভীর।
আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। যদিও কোচ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতিয়েছেন গম্ভীর দলকে, তবে এবার তার পাখির চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
