রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরু থেকেই ধেয়ে এসেছিল সমালোচনার ঝড়। অনেকেই আবার তুলনা করছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথেও। তবে শুভমন গিল এখনো ততটা পারদর্শী হয়ে ওঠেননি এটাই ছিল অধিকাংশের মতামত। এমনকি অনেকেই বলতে শুরু করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হতে চলেছে গিলের অগ্নিপরীক্ষা। তবে এগবাস্টনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রত্যেকের সমালোচনার জবাব দিলেন অধিনায়ক শুভমন গিল।
দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই শতরান হাঁকিয়েছিলেন গিল। তবে তারপরেও থেমে থাকেন নি তিনি। ধৈর্যের সাথে টিকে থেকেছেন ক্রিজে, হাঁকিয়েছেন দ্বিশতরান। গিলের করা ২৬৯ রান প্রথম ইনিংসেই ভারতকে পৌঁছে দিয়েছে ৫৮৭ তে। যদিও তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন যশস্বী জয়সওয়াল রবীন্দ্র জাদেজারাও। তবে গিলের এদিনের পারফরম্যান্সে মোটেই খুশি হতে পারেননি তার মেন্টর যুবরাজ সিং এবং প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। ২৬৯ রানে আউট হওয়ার কারণে রীতিমত গিলকে বকাবকি করেছেন যোগরাজ সিং। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “নিঃসন্দেহে ও যে ইনিংস খেলেছে তা অনুবদ্য, তবে আমার মনে হয় আমার এই কথাটার সাথে যুবরাজ নিজেও সম্মত হবে। ক্রিজে টিকে থাকা ক্রিকেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। গিল যখন ১০০ রান করে, আমি চেয়েছিলাম ও ২০০ করুক। তারপর চেয়েছি ও ২৫০ করুক। সেই গণ্ডি টপকানোর পরে আমার আশা ছিল ও ৩০০ পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে। কিন্তু এত ভালো ইনিংস খেলার পরেও এত বড় সুযোগ হাতছাড়া করা অপরাধ। ২৬৯ রানে ওকে আউট হতে দেখে আমি কষ্ট পেয়েছি, আমি জানি যুবরাজও পেয়েছে। ওর আরো একটু সতর্ক থাকা উচিত ছিল।” তবে এর আগে গিলকে নিয়ে যে চূড়ান্ত সমালোচনা হয়েছিল তার উত্তর দিয়ে তরুণ অধিনায়কের পাশেও থেকেছেন যোগরাজ। “আমার মনে হয় যারা কখনো ক্রিকেট খেলেনি তাদের ওকে নিয়ে সমালোচনা করার কোন অধিকার রয়েছে। বরং আমি বিশ্বাস করি ও এত অল্প বয়সেই গভীর ছাপ ফেলেছে ভারতের ক্রিকেটে।”
প্রসঙ্গত প্রথম ইনিংসে ৩১ রানের কারণে যেরকম ত্রিশত রান থেকে বঞ্চিত হয়েছেন গিল, ঠিক সেরকমই যথাক্রমে ৮৭ এবং ৮৯ রান করে সেঞ্চুরি হাতছাড়া হয়েছে যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজার। ৪২ রানের একটি ভালো ইনিংস উপহার দিয়েছেন ওয়াশিংটন সুন্দরও।