Connect with us

বিষ্ফোরক অশ্বিন, কী বললেন রো-কো জুটির অবসর নিয়ে? বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই বছরের ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর তারপর ২০২৭ এই রয়েছে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ। তবে ২০২৭ বিশ্বকাপ পরবর্তী ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দন অশ্বিন।

অশ্বিনের মতে ৫০ ওভারের ক্রিকেট খুব দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে। ২০২৭ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলি ভারতের জার্সি গায়ে নামবেন কিনা সেই বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরই মাঝে ৫০ ওভারের ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অশ্বিন। তিনি বলেন, “টেস্ট ক্রিকেটে নির্দিষ্ট দর্শক রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই এই দুটো নিয়ে চিন্তা নেই। কিন্তু একদিনের ক্রিকেট ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে। দর্শকরা ক্রিকেটের এই ফরম্যাটকে আর হয়তো চাইছেন না। ২০২৭ এর পর আদৌ একদিনের ক্রিকেটের অস্তিত্ব থাকবে কিনা সেই বিষয়েও আমার সন্দেহ রয়েছে।” প্রসঙ্গত রোহিত শর্মা এবং বিরাট কোহলির মত ক্রিকেটারদের জন্যই যে এখনো পর্যন্ত দর্শকরা খেলা দেখেন একথা অস্বীকার করা জায়গা নেই। দুই ক্রিকেটারই বর্তমানে বিজয় হাজারে ট্রফি খেলছেন। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, “রোহিত বিরাট খেলছে বলে বিজয় হাজারে ট্রফি দেখছেন দর্শকরা। কিন্তু একটা খেলা কখনো কোন ব্যক্তির ঊর্ধ্বে হতে পারে না। ২০২৭ এর পর যখন রোহিত বিরাট অবসর নেবেন, তখন কি তাহলে একদিনের ক্রিকেট থাকবে না? আগে এই ফরম্যাটের আলাদা জনপ্রিয়তা ছিল। মহেন্দ্র সিং ধোনি উঠেছেন এই ফরম্যাটের খেলায়। কিন্তু ধোনির মতো ক্রিকেটার আর তৈরি হয় না। ফলে স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি যতটা জনপ্রিয়তা পাচ্ছে, একদিনের ক্রিকেট ঠিক ততটাই জনপ্রিয়তা হারাচ্ছে। অন্যদিকে আইসিসি নিজেদের লাভ বাড়ানোর জন্য প্রতিবছর ক্রিকেটের বিশ্বকাপ আয়োজন করছে। ফলে বিশ্বকাপের গুরুত্ব কমে আসছে। ফুটবলে যেরকম সারা বছর ধরে লীগ চলে কিন্তু প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ হয়, ফলে বিশ্বকাপের আলাদা গুরুত্ব থাকে, ক্রিকেটেও সেটাই ফিরিয়ে আনতে হবে। দর্শকদের মধ্যে আগ্রহ তৈরী না হলে ক্রিকেটের এই ফরম্যাট খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে চিরকালের মত।”

অশ্বিনের এই বিস্ফোরক মন্তব্য একদিকে যেরকম পুরোটা উড়িয়ে দেওয়া যায় না, ঠিক অন্যদিকে সেরকমই এই মন্তব্য থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। যদিও রোহিত বিরাট দুজনের কেউই মুখ খোলেননি অবসর নিয়ে, তবুও ২০২৭-এ কি দুজনেই শেষবার নামবেন দেশের হয়ে? সেটার ইঙ্গিত দিলেন অশ্বিন? এখন ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন যার উত্তর একমাত্র সময় দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা