রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই আইপিএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চান্নাই সুপার কিংস। চলতি মরশুমে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। মাঝ মরশুমে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। তারপর থেকেই অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবার এক নতুন উইকেটরক্ষক-ব্যাটারকে সই করালো চেন্নাই সুপার কিংস। গুজরাতের ব্যাটার উর্বিল প্যাটেলের সঙ্গে চুক্তি করেছে চেন্নাই ম্যানেজমেন্ট।