রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। তার চোটের কারণে যথারীতি মাথায় হাত পড়েছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের। সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে ইংল্যান্ডের সফলতম ব্যাটার ডাকেট। স্বাভাবিক ভাবেই তাঁর চোটকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছিল ইংল্যান্ড শিবিরে। তবে প্রতিযোগিতা শুরুর চার দিন আগে স্বস্তি ফিরল ইংল্যান্ড শিবিরে। চোট সরিয়ে এখন ফিট হয়েছেন বেন। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন তিনি।
বেন ডাকেটের চোটমুক্তির কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শনিবার নিজেদের ওয়েবসাইটে ইসিবি জানিয়েছে, “বাঁ দিকের কুঁচকির স্ক্যান করানো হয়েছে বেন ডাকেটের। ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিল বেন। তবে এখন তাঁর চোট সম্পূর্ণ সেরে গিয়েছে। ১৮ই ফেব্রুয়ারি দলের সঙ্গেই পাকিস্তানে যাবে ডাকেট। ২২শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচও খেলতে পারবেন তিনি”। ২৬শে ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। তারপর ১লা মার্চ, করাচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হবেন যশ বাটলারেরা।