Connect with us

ASIA CUP 2025: জন্মদিনের সূর্যকুমারের উপহার; পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একজন ভারতীয় ক্রিকেটারের জীবনে এর চেয়ে বড় জন্মদিনের উপহার আর কী-ই বা হতে পারে! ৩৫তম জন্মদিনে অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিলেন দুর্দান্তভাবে। ব্যাট হাতে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেললেন তিনি, আর শেষ ওভারে ছক্কা মেরে জয় নিশ্চিত করলেন ভারতের। জন্মদিনের এমন উদযাপন সত্যিই স্বপ্নের মতো।
ম্যাচ শেষে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে ভারতীয় সমর্থকদের গলা ফাটানো “হ্যাপি বার্থডে সূর্য” ধ্বনি শুনে অধিনায়ক আবেগপ্রবণ হয়ে বললেন,
“এটা এক অসাধারণ অনুভূতি। এই জয় গোটা দেশকে আমার জন্মদিনের রিটার্ন গিফট। আমরা সবসময়ই প্রস্তুত থাকি, কিন্তু এমন ম্যাচে জয় পেতে গেলে আলাদা মনোযোগ দরকার হয়। আমি নিজে সবসময় স্পিনারদের ভক্ত—কারণ ম্যাচের মাঝখানে ওরাই আসল নিয়ন্ত্রক হয়ে ওঠে।”
পহেলগামের নৃশংস হত্যাকাণ্ড দেশের স্মৃতিতে এখনও তাজা। সেটাই যেন বাড়তি প্রেরণা হয়ে উঠেছিল সূর্যর জন্য। পাকিস্তানকে হারানোর পর তিনি বললেন,
“এটা সেই সময়, যখন পহেলগামের নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। এই জয় আমরা উৎসর্গ করছি ভারতীয় সেনাদের। আশা করি, তাঁদের সাহস আর অনুপ্রেরণা আমাদের এমন সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা