রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার সকালে অনুরাগীদের চোখের জলে ভাসিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটাররা, সকলেই “বিরাট” বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন। পাশাপাশি, বিরাট কোহলির অবসর ঘোষণার দিনে আবেগে ভাসলেন, তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “সকলে তোমার রেকর্ড এবং মাইলফলকের কথা মনে রাখবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল, যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজ়ের পরে তুমি ফিরে এসেছ আরও পরিণত, আরও নম্র হয়ে। এই সময়ে তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি।”