রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি একটি অনুষ্ঠানে আইপিএলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম। আর তারপরেই পাকিস্তানের পক্ষ থেকে বড় পুরস্কার ঘোষণা করা হল তার জন্য। পাকিস্তান সুপার লিগের আগামী মরশুম এর আগে এই মরশুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল আকরামকে অর্থাৎ বিশ্বের কাছে এই প্রতিযোগিতার মুখ হলেন তিনি। এর আগে পাকিস্তান সুপার লিগে কোচের দায়িত্ব সামলেছেন তিনি তবে এবার এই সুপার লিগ প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তাকেই।
সম্প্রতি লন্ডনে একটি সাক্ষাৎকারে তিনি আইপিএলকে নিশানা করেছিলেন। আকরাম বলেছিলেন, “পাকিস্তান সুপার লিগের সবথেকে ভাল দিক হল এই লিগ ৩৪ দিন বা তার থেকে সামান্য কিছু বেশি দিন ধরে চলে। অন্যান্য দেশের লিগের মতন দীর্ঘ সময় ধরে চলে না। দেখা যায় বাচ্চারা বড় হয়ে গেল অথচ লিগ শেষ হল না।” যদিও নিজের বক্তব্যে সরাসরি আইপিএলের কথা উল্লেখ করেননি আকরাম তবে এটা বুঝতে কোন অসুবিধেই হয় না যে ভারতের এই লিগকেই তিনি টার্গেট করেছেন। আর তার এই বক্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল।
প্রসঙ্গত এর আগে আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন আকরাম। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এর বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালের আইপিএল এর আগে দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এবার যদিও আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ একই সময় অনুষ্ঠিত হতে চলেছে। মূলত আগামী বছর ৭ই ফেব্রুয়ারি থেকে টি২০ বিশ্বকাপ থাকার কারণে পাকিস্তান সুপার লিগের প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে। পলে ২৩শে মার্চ শুরু হয়ে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লিগ। অন্যদিকে ২৬ শে মার্চ শুরু হচ্ছে আইপিএল। চলবে ৩১শে মে পর্যন্ত।
