রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান। রবিবার ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। যেখানে বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যেই ছন্দে রয়েছে শুভমান গিল, রোহিত শর্মারা। ফলে ভারতের বিরুদ্ধেও যদি হারের মুখ দেখতে হয়, তাহলে সেমিফাইনালে পৌঁছানোর রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে যাবে পাকিস্তানের জন্য। যেই কারণে মহম্মদ রিজওয়ানদের কাছে এই ম্যাচটি মরণ-বাঁচন লড়াইয়ের সমান। তাই ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি অনুশীলনও করতে দেখা গেল পাক খেলোয়াড়দের।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে ওঠার জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। যেই কারণে দুবাইয়ে বাড়তি ২০ মিনিট অনুশীলন করতে দেখা গেল বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। গত ম্যাচে ৯০ বলে ৬৪ রান করেছিলেন বাবর। ফলে অনুশীলনে বাবরকে দেখা গেল সব বোলারের বিরুদ্ধে অন্তত দুই ওভার করে ব্যাট করতে। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফকে দেখা যায় সাত ওভার করে বল করতে। এছাড়াও গত ম্যাচে হারের পর দলে কিছু পরিবর্তনের আশঙ্কাও দেখা যাচ্ছে। যেই কারণে পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ এবং অধিনায়ক রিজওয়ানকে দেখা যায় অনেকক্ষণ আলোচনাও করতে। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ফখর জমান। সেই জায়গায় দলে এসেছেন ইমাম উল হক। এদিকে ভারত পাকিস্তান মহারণের জন্য মুখিয়ে রয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমীরা। যার ফলে ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। অপরদিকে ২৯ বছর পর কোনও আইসিসি প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারত-পাক ম্যাচটি হবে দুবাইতে। এছাড়াও নিরাপত্তাজনিত কারণের জন্য ভারতীয় দল তাদের সব ম্যাচগুলি খেলবে এই দুবাইতেই।