রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফর্মেন্স করার পর এবার বিরাট কোহলির নজরে এলেন ভারতের মহিলা ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ। আর শুধু নজরে এলেন বললে বোধহয় ভুল বলা হয়। সরাসরি এই ক্রিকেটারের কাছে মাথা নত করলেন ভারতের অন্যতম তারকা ক্রিকেটার বিরাট।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। আর সেখান থেকেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৮ রানের টার্গেট তুলে দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে এদিন তাক লাগিয়ে দিয়েছে মহিলা দল। ১৩৪ বলে ১২৭ রানের দুরন্ত ইনিংস খেলেছেন জেমাইমা রদ্রিগেজ। আর এটা দেখেই নিজের এক্স হ্যান্ডেলে উচ্ছ্বসিত বিরাট কোহলি লেখেন, “অস্ট্রেলিয়ার মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কি দারুণ খেলেছে আমাদের মহিলা দল। আর গোটা দলের পাশাপাশি অনবদ্য জেমাইমা রদ্রিগেজ। ধৈর্য, বিশ্বাস আর প্যাশনের দুরন্ত কম্বিনেশন। অনবদ্য টিম ইন্ডিয়া!”
প্রসঙ্গত মহিলা বিশ্বকাপের মঞ্চে ২০১৭ থেকে এখনো পর্যন্ত অপরাজিত থেকেছে অস্ট্রেলিয়া। তবে এবার সেই রেকর্ডকে দুরমুশ করে দিয়েছে ভারতের মহিলা দল। সেমিফাইনাল এর আগে ভারতের জেতার সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন না অনেকেই। এখন তারাই স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার।

 
															