Connect with us

ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে রিঙ্কু সিং। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের দলে জায়গা পাওয়া নিয়ে একটা সংশয় থাকলেও, অবশেষে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেয়েছেন কেকেআরের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং। তবে এশিয়া কাপের আগে সেই পুরোনো ফিনিশার রিঙ্কুকে কি পাবে ভারত? এমন প্রশ্ন উঠে আসছিল। তবে উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে ব্যাট করে সেই দিকে ভারতীয় দলকে নিশ্চিন্তে থাকার ইঙ্গিত দিয়ে গেলেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের লিগে কাশী রুদ্রাসের বিরুদ্ধে মাত্র ১৩৬ রান দরকার ছিল মিরাটের দলের। যেখানে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মিরাট। এহেন মুহূর্তে ব্যাট করতে এসে আরেক ব্যাটসম্যান মাধব কৌশিকের সঙ্গে জুটি তৈরি করেন রিঙ্কু। দুজনের জুটিতে ওঠে ১১৩ রান। মাত্র ১৫.৪ ওভারেই রান তুলে নিয়ে ম্যাচ জিতে নেয় মিরাট। ৪৮ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। ইনিংসের শেষ চার বলে ৬, ৪, ৬, ৬ হাঁকিয়েছেন তিনি। এছাড়াও তাঁর ব্যাট থেকে এসেছে ছটি ছক্কা এবং ছটি চার। ফলে এমন ইনিংসের পর রিঙ্কু যে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখলেন, এমনটা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা