Connect with us

দলীপ ট্রফি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত বিসিসিআইয়ের। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলীপ ট্রফির প্লে অফ পর্ব। প্রথম দিনে মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল। তবে ঘরোয়া ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও, এই দলীপ ট্রফি সরাসরি সম্প্রচারের কোন ব্যবস্থা নেই। যেই কারণে ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে সেই ক্ষোভের মুখে নত হয়েছে বোর্ড। এবার দলীপ ট্রফির সরাসরি সম্প্রচার করার কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এছাড়াও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য ম্যাচগুলিও দেখানোর আশ্বাস দিয়েছে বোর্ড। বোর্ড সচিবের কথায়, ঘরোয়া ক্রিকেটকে বিসিসিআই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সেকারণেই জাতীয় দলের ক্রিকেটাররাও ঘরোয়া ক্রিকেটে খেলেন। দলীপ ট্রফির ফাইনাল শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর থেকে। ফলে তার আগেই, ঘরোয়া ক্রিকেট ১০০ দিন ধরে দেখানোর জন্য সম্প্রচারকারীদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা