Connect with us

ফের কাঠগোড়ায় শামি, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় পেশার মহম্মদ শামির ব্যক্তিগত জীবন নিয়ে বহুদিন ধরেই চলে আসছে চর্চা। তবে এবার সেই চর্চাকেই নতুন করে উসকে দিলেন তার স্ত্রী হাসিন জাহান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শামি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন, আর তার ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন জাহান, যা থেকে আবারও শুরু হয়েছে নতুন সমালোচনা।

প্রসঙ্গত ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তার স্ত্রীর মোকদ্দমা চলছে দীর্ঘ সময় ধরে। জাহানের বক্তব্য অনুযায়ী তার ওপর শুধুমাত্র শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন তার স্বামী এমনটাই নয়, এমনকি ম্যাচ ফিক্সিং এর অভিযোগও তুলেছিলেন তিনি স্বামীর বিরুদ্ধে। ২০১৮ সালে তার করা এফআইআর সামনে আসতেই উঠেছিল তুমুল বিতর্কের ঝড়। তারপর একাধিকবার তাকে ভয় দেখানো হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ক্রিকেটারের স্ত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, “আমি অতীত নিয়ে মাথা ঘামাই না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি তার জন্য কাউকে দোষ দিই না, নিজেকেও দিই না। নিজের ক্রিকেট জীবনে মন দিতে চাই। অযথা বিতর্কে জড়ানোর কোন ইচ্ছে আমার নেই।” আর এর পরেই হঠাৎ সোশ্যাল মিডিয়ার সামনে আসে তার স্ত্রী জাহানের পোস্ট। তিনি লেখেন, “গলির পাগল হিংস্র কুকুরদের যদি ভয় পেতাম তাহলে ২০১৮ তেই পেতাম। যতই চেষ্টা করা হোক আমাকে ভয় দেখানোর, আমার মাথা নত করার, বাহ আমাকে শেষ করে দেওয়ার, আমি বিশ্বাস করি আল্লাহ আমার সঙ্গে আছেন। তিনি আমাকে আরো মজবুত বানাবেন।”

প্রসঙ্গত ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামি এবং জাহান। চার বছর পরেই দুজনে আলাদা থাকতে শুরু করেন। এই মাসের শুরুতেই শামির বিরুদ্ধে চারিত্রিক দোষের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী। নিজের মেয়ের পড়াশোনার খরচ চালানোর পরিবর্তে সেই টাকা একাধিক মেয়ের পিছনে ব্যয় করেন শামি, এমনটাই বলেছিলেন জাহান। একদিকে যখন নিজেকে আগামী দিনে ক্রিকেটের লড়াইয়ের জন্য তৈরি করছেন ভারতীয় পেশার, ঠিক তখনই এই ধরনের মানসিক চাপ কতটা ছাপ ফেলবে তার ক্রিকেট জীবনে সেটা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা